শিল্পোদ্যোক্তাদের কৃষিখাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ

প্রথম পাতা » ছবি গ্যালারি » শিল্পোদ্যোক্তাদের কৃষিখাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ
বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪



শিল্পোদ্যোক্তাদের কৃষিখাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ

শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের কৃষিখাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, কৃষি উৎপাদনে ঈর্ষণীয় সাফল্য থাকা সত্ত্বেও বাংলাদেশ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও রফতানিতে অনেকটা পিছিয়ে।

বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২১ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন মন্ত্রী।

তিনি বলেন, কৃষি উৎপাদনে ঈর্ষণীয় সাফল্য থাকা সত্ত্বেও বাংলাদেশ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও রফতানিতে অনেকটা পিছিয়ে। প্রক্রিয়াজাতকরণের কম সুযোগ ও সংরক্ষণাগারের অভাবে উৎপাদিত শাক-সবজি ও ফলমূলের ২০ থেকে ৩০ শতাংশ নষ্ট হয়ে যায়। এর ফলে কৃষক এবং ভোক্তারা ক্ষতিগ্রস্ত হন।

এদিকে, বছরে মাত্র এক বিলিয়ন ডলারের মতো কৃষিপণ্য রফতানি হয় উল্লেখ করে তিনি বলেন, এ খাতে সম্ভাবনা অনেক বেশি। কৃষিপণ্য রফতানি করে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার আয় করা সম্ভব। নতুন করে দেশে ৮টি হিমাগার তৈরি করা হবে, যেখানে শাক-সবজিসহ অন্যান্য পণ্য রাখা যাবে। এতে ৬ মাসেও পণ্য নষ্ট হবে না।

চাল উৎপাদন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘কয়েক বছর ধরেই বিশ্বে চাল উৎপাদনে বাংলাদেশ তৃতীয়। চীন ও ভারতের পরই চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি বছর চালের উৎপাদন আরও বাড়বে বলে আমরা আশা করছি।’

এ সময় অন্যান্যের মধ্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় অনুষ্ঠানে ২০টি প্রতিষ্ঠানের হাতে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার তুলে দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:৩২   ২২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন তিন কূটনৈতিক প্রতিবেদক
সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার
ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা
নতুন বছরে যে পাঁচটি সিরিজ অবশ্যই দেখবেন
সিলেটে কোটি টাকার ভারতীয় কাপড় ও মদ জব্দ করেছে বিজিবি



আর্কাইভ