ঈদে নৌপথে বন্ধ থাকবে যেসব যান চলাচল

প্রথম পাতা » ছবি গ্যালারি » ঈদে নৌপথে বন্ধ থাকবে যেসব যান চলাচল
বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪



ঈদে নৌপথে বন্ধ থাকবে যেসব যান চলাচল

ঈদুল আজহার কারণে আগামী ১৩ থেকে ২৩ জুন পর্যন্ত নৌরুটে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এছাড়া ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন মিলে সাতদিন পশুবাহী ও পচনশীল পণ্য ছাড়া নৌপথে সব পণ্য পরিবহন বরাবরের মতো বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৩ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘এবার নতুন করে খুব বেশি সিদ্ধান্ত হয়নি। গতবারের মতো সিদ্ধান্তগুলো আছে। গত ঈদযাত্রা বাধা বিঘ্ন ছাড়াই হয়েছে। এবার যেন তা আরও সুন্দর ও নিরাপদ হয়।’

ঈদুল আজহার আগে-পরে সাতদিন নৌপথে কোরবানির পশু ও পচনশীল পণ্য ছাড়া ফেরিতে সাধারণ ট্রাক পারাপার বন্ধ থাকবে জানিয়ে তিনি বলেন, ঈদ উপলক্ষে ১৩ থেকে ২৩ জুন পর্যন্ত নৌপথে বাল্কহেড চলাচলও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:১১   ৫৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
প্রকৃতিকে কেন্দ্রে রেখে উন্নয়নের আহ্বান পরিবেশ উপদেষ্টার
নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ফ্যাসিবাদ নির্মূলে এনসিপি নেতৃবৃন্দের ভূমিকা অগ্রগণ্য : আলী রীয়াজ



আর্কাইভ