আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, আলজারি জোসেফ, শিমরন হেটমায়াররা আইপিএল নিয়ে ব্যস্ত, নেই অধিনায়ক রভম্যান পাওয়েলও। তাদের অনুপস্থিতিতে ব্রান্ডন কিং’কে অধিনায়ক করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ডেপুটির দায়িত্ব পালন করবেন রোস্টন চেজ।
জ্যামাইকার সাবিনা পার্কে ২৩ মে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। পরের ম্যাচগুলো ২৫ ও ২৬ মে। এই সিরিজের জন্য সোমবার (২০ মে) ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে জায়গা পেয়েছেন ওস্ট্রেলিয়ার বিপক্ষে নায়কোচিত পারফরম্যান্সে টেস্ট জেতানো শামার জোসেফ। আইপিএলের ১টি ম্যাচসহ তার টি-২০ অভিজ্ঞতা ৩ ম্যাচের।
আইপিএলের প্লে-অফে খেলবেন বলে স্কোয়াডে নেই আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, আলজারি জোসেফ ও শিমরন হেটমায়ার। এর বাইরে কয়েকজন বড় তারকাকে বিশ্রাম দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে নেই শাই হোপ ও নিকোলাস পুরান। আলজারির বেঙ্গালুরু ও রাদারফোর্ডের কলকাতা আইপিএলের ফাইনালে উঠতে না পারলে তাদের দলে নেবে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ দল
ব্রান্ডন কিং (অধিনায়ক) রোস্টন চেজ, আলিক আথানাজ, জনসন চার্লজ, আন্দ্রে ফ্লেচার, ম্যাথু ফোর্ডে, জ্যাসন হোল্ডার, আকিল হোসেন, শামার জোসেফ, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাককয়, গুদাকেশ মতি, রোমারিও শেফার্ড ও হেইডেন ওয়ালশ।
দক্ষিণ আফ্রিকা দল
রাসি ভ্যান ডার ডুসেন (অধিনায়ক), অটেনেইল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, ম্যাথু ব্রিটজকে, বিজর্ন ফরচুন, রেজা হেনড্রিক্স, প্যাট্রিক ক্রুগার, উইলান মুল্ডার, লুঙ্গি এনগিদি, এনরিখ নর্কিয়া, নাকাবা পিটার, রায়ান রিকেলটন, আন্দিলে ফেহলুকুওয়া ও তাবরাইজ শামসি।
বাংলাদেশ সময়: ১৩:২৮:৫৩ ৩২ বার পঠিত