ইংলিশ প্রিমিয়ারে শেষ রাউন্ডের দশটি ম্যাচই শুরু হয় একই সময়ে। এই রাউন্ডে দশ ম্যাচে সবমিলিয়ে গোল হয়েছে ৩৭টি। তাতেই গোলের নতুন রেকর্ড হয়েছে এবার। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগের যাত্রার পর থেকে এবারের মৌসুমে সবচেয়ে বেশি গোল হয়েছে।
সবমিলিয়ে ৩৮০ ম্যাচে ১২৪৬টি গোল হয়েছে। ম্যাচ প্রতি তিনটিরও বেশি গোল করেছে দলগুলো। এর আগে সবচেয়ে গোল ছিল ১২২২টি। এবার সবচেয়ে বেশি ৯৬ গোল করেছে ম্যানচেস্টার সিটি।
টানা চতুর্থ লিগ শিরোপা জিতে অনন্য কীর্তি গড়েছে পেপ গার্দিওলার দল।
রানার্স আপ আর্সেনাল গোল করেছে ৯১টি। গোল করার তালিকায় তিনে লিভারপুল, তাদের গোল ৮৬টি এবং ৮৫ গোল নিয়ে পরের অবস্থানে নিউক্যাসল ইউনাইটেড। আর সবচেয়ে বেশি ১০৪ গোল হজম করেছেন শেফিল্ড ইউনাইটেড।
বাংলাদেশ সময়: ১৩:২২:১৯ ১৮ বার পঠিত