চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » খুলনা » চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
রবিবার, ১৯ মে ২০২৪



চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা আজ সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সবার আগে আমাদের জনগণের স্বার্থ দেখতে হবে। সরকারের সকল দপ্তরের সমন্বিতভাবে কাজ করতে হবে। সমন্বিত কর্মপরিকল্পনা থাকলে পিছিয়ে পড়ার কোন কারণ নেই। বিশেষ করে কৃষি,ধান-চাল খাদ্য মজুদ,দ্রব্যমূল্য উর্ধ্বগতির দিকে বেশি জোর দেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন। শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের কার্যক্রমের উপর গুরুত্ব আরোপ করার কথা বলা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো: রিয়াজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.নাজমুল হামিদ রেজা, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকনসহ বিভিন্ন বিভাগের নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:৫৩   ৩৬ বার পঠিত  




খুলনা’র আরও খবর


বেনাপোল বন্দর দিয়ে ৮ দিন পর আমদানি-রপ্তানি শুরু
সাতক্ষীরায় মাছ ধরাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন
উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি হয়ে পড়েছে: রাশেদ খান
বাগেরহাটে বিক্রয়কর্মীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ৩
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান



আর্কাইভ