সাতক্ষীরায় ধান বোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরায় ধান বোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত
শনিবার, ১৮ মে ২০২৪



সাতক্ষীরায় ধান বোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত

জেলার তালায় আজ ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে দুই ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন।এসময় আহত হয়েছেন আরও ১১ জন শ্রমিক। পুলিশ ঘটনা স্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছেন।

তালাথানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মমিনুল ইসলাম বলেন, শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের হরিশ্চন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায় এদুর্ঘটনা ঘটেছে। খুলনা পাইকগাছা সড়কের গোনালী এলাকায় সংঘটিত দুর্ঘটনায় নিহতরা হলেন, খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৪৪) ও মান্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (২৫) ।

আহত ধানকাটা শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা এলাকা থেকে ১৩ জন শ্রমিকগোপালগঞ্জ এলাকায় ধান কেটে মজুরী হিসেবে ২৫ থেকে ৩০ মণ ধান পায়। তারা ধান নিয়ে ট্রাকে বাড়ী ফেরার পথে শনিবার সকালে সড়ক দঘর্ টনায় সাইদুল গাজী ও মনিরুল ইসলাম নিহত হয়।
স্থানীয় দোকানী আবুল কালাম আজাদ জানান,খুলনা পাইকগাছা সড়কের দুই ধারে সম্প্রসারণের জন্য খুড়ে রাখার কারণে মুলতঃ এ দুর্ঘটনা ঘটেছে।

তালা থানার অফিসার ইনচার্জ-ওসি মোঃ মমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক ট্রাক পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৬:১২:২৭   ৩৩ বার পঠিত  




খুলনা’র আরও খবর


কুষ্টিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
খুলনায় ইজিবাইক চালক হত্যা মামলার আসামি গ্রেফতার
খুলনায় লুণ্ঠিত জুতা ও লেডিস ব্যাগসহ ৫ যুবক গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় ২৩২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
বাটা ও কেএফসিতে লুটপাট: সারা দেশে আটক ৪৯



আর্কাইভ