ইউপি সদস্যকে মারধরের ঘটনায় সেই যুবলীগ নেতা গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারি » ইউপি সদস্যকে মারধরের ঘটনায় সেই যুবলীগ নেতা গ্রেফতার
শনিবার, ১৮ মে ২০২৪



ইউপি সদস্যকে মারধরের ঘটনায় সেই যুবলীগ নেতা গ্রেফতার

জামালপুরে সরিষাবাড়ীতে রেজাউল করিম নামে এক ইউপি সদস্যকে মারধরের ঘটনায় অভিযুক্ত সেই যুবলীগ নেতা কে গ্রেফতার করেছে পুলিশ। এ তথ্য শনিবার (১৮ মে) দুপুরে প্রেস বিফ্রিংয়ে নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, ইউপি সদস্যকে মারধরের ঘটনার ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়া এবং বাদীর অভিযোগের ভিত্তিতে আসামি মামুনকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। এক পর্যায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে রাতে ঢাকা মোহাম্মদপুর থানা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা যায় ,গত বুধবার (১৫ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদে ঢুকে সচিবের কক্ষে বসা ইউপি সদস্য রেজাউল করিম কে অতর্কিত হামলা ও মারধর করে মামুন।

অভিযুক্ত মামুন উপজেলা ডোয়াইল ইউনিয়নের চাপারকোনো গ্রামের মৃত আইন উদ্দিন মাস্টার এর ছেলে। সে উপজেলা যুবলীগের একজন বহিষ্কৃত সদস্য। তার বিরুদ্ধে স্থানীয়ভাবে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এছাড়াও সে একজন মাদকসেবী বলে স্থানীয়রা জানান।

সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান প্রেস বিফ্রিংয়ে বলেন, ইউপি সদস্যকে মারধরের ঘটনায় আসামি মামুনকে ঢাকা মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাকে মারামারির ঘটনায় মামলা দিয়ে আদালতের প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:৩৩   ৩২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ