রাশিফলকে প্রতিদিনের ঘটনার পূর্বাভাস বলা হয়। তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফলে যথাক্রমে সপ্তাহ, মাস ও বছরের ভবিষ্যদ্বাণী করা হয়।
প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই রাশিফল ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
আজ ১৭ মে ২০২৪, শুক্রবার। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।
মেষ: ছুটির দিনে কাছাকাছি কোথাও যাওয়ার পরিকল্পনা থাকতে পারেন। দিনের শুরুতে সুখবর পেতে পারেন। সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে ঝামেলা হতে পারে। মানসিক ও শারীরিক স্বাস্থ্য বিঘ্নিত হতে পারে। নতুন কাজ শুরুর সুযোগ পাবেন।
বৃষ: চাকরি ও ব্যবসার ক্ষেত্রে সচেতন হতে হবে। সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য এড়িয়ে চলুন। স্ত্রীর ওপর মনে তিক্ততা জন্মাতে পারে। পরিবারের পরিবেশ ভালো রাখতে সহনশীল থাকুন। বিবাহিত ব্যক্তিরা আজকের দিনে সংসারের প্রতি বিশেষ নজর দেবেন।
মিথুন: অতিরিক্ত গরমে শিশুদের শরীরের প্রতি যত্নশীল হতে হবে। দীর্ঘদিনের কোনো কাজ ফেলে না রেখে আগে সেটা শেষ করুন। নিজের ভালোলাগার কাজটি আজিই করে ফেলুন। পরিবারের সদস্যরা আপনার কোনো সামাজিক কাজ নিয়ে অখুশি হবেন। প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য হতে পারে।
কর্কট: কেনাকাটা কমিয়ে সঞ্চয়ের দিকে মন দিন। সন্তানের জন্য সামনে খরচ বাড়বে। চাকরির ক্ষেত্রে ভালো সুযোগের সঙ্গে বকেয়া ঋণ ফেরত পাওয়ারও সম্ভাবনা আছে। আপনার ব্যক্তিত্ব অন্যদের ভালো কাজে উৎসাহ দেবে। দিনের শুরুটা খারাপ হতে পারে। তবে রাতের দিকে সুখবর পেতে পারেন।
সিংহ: কাছের বন্ধু ও আত্মীয়দের কাছ থেকে নিজের ব্যাপারে কোনো ভালো কথা শুনবেন। যারা কাজের খোঁজ করছেন তারা তাদের বন্ধুদের থেকে ভালো কাজের সুযোগ পাবেন। প্রিয়জনের সঙ্গে বেশ আনন্দে কাটবে সময়। নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন।
কন্যা: ভালোবাসার মানুষের কাছ থেকে সুখবর পেতে পারেন। আয়ের হিসাবে ব্যয় করতে পারবেন না। অবসর সময় নিজের শখ পূরণে কাজে লাগাতে পারেন। বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে।
তুলা: কাছের মানুষের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আর্থিক দিক থেকে দিনটি ভালো ফল আনবে না। পরিবারের ছোট সদস্যের শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভালো খবর পাবেন। পরকীয়ার কারণে দাম্পত্য অশান্তি বাড়বে।
বৃশ্চিক: কাজের জায়গার শত্রুরাও প্রশংসা করবে। সঞ্চিত অর্থ পরিবারের বয়স্কদের শারীরিক কাজে ব্যবহার করতে হতে পারে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে চাইলে অহেতুক ঝামেলা এড়িয়ে চলা ভালো।
ধনু: ভালোবাসার মানুষের জন্য একান্ত সময় খুঁজে বের করতে পারবেন। আত্মীয়রা ঋণ নিয়ে ফেরত দিতে দেরি করবেন। অফিস থেকে ফেরার সময় কোনো কারণে বাড়তি অর্থ ব্যয় হতে পারে। অতিরিক্ত সময় সামাজিক কাজে ব্যয় করলে সুনাম বাড়বে।
মকর: অবসর সময় সঙ্গীর সঙ্গে কাটান। পারিবারিক কোনো বিবাদ হলে তা এড়িয়ে চলুন। ভালোবাসার মানুষের কাছ থেকে সারপ্রাইজ পেতে পারেন। বাড়িতে অতিথি যোগ রয়েছে। সেই সঙ্গে ব্যয়ও বাড়বে।
কুম্ভ: অসুস্থ আত্মীয়ের জন্য মানসিক উদ্বেগ বাড়বে। বেশি অর্থ উপার্জনের সুযোগ মিলতে পারে। মানসিক শান্তি বজায় থাকবে। আপনার ব্যবহার অন্যদের মুগ্ধ করবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে।
মীন: ফুরফুরে মেজাজে কাটবে সারা দিন। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ নয়। অফিসে পদস্থদের কাছ থেকে অনেক প্রশংসা পাবেন। বন্ধুদের সঙ্গে ঝগড়া হতে পারে। পরিবারের সবার সঙ্গে সুন্দর দিন কাটানোর সুযোগ পাবেন। ছুটির দিন ঘুরতে যেতে পারেন।
বাংলাদেশ সময়: ১২:১২:২০ ২৪ বার পঠিত