যৌন হয়রানির প্রতিবাদে পটুয়াখালীতে মহিলা পরিষদের মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারি » যৌন হয়রানির প্রতিবাদে পটুয়াখালীতে মহিলা পরিষদের মানববন্ধন
রবিবার, ৪ জুন ২০২৩



যৌন হয়রানির প্রতিবাদে পটুয়াখালীতে মহিলা পরিষদের মানববন্ধন

রাজশাহীতে নারী শিক্ষককে যৌন হয়রানির প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন করেছেন জেলা মহিলা পরিষদের নেতারা।

রোববার (৪ জুন) সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শিরীন নাহারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নেতারা।

মানববন্ধনে বক্তারা সম্প্রতি রাজশাহী বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে প্রফেসর ড. নাজমা আফরোজের সঙ্গে যৌন হয়রানিমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে অভিযুক্ত শিক্ষককে আইনের আওতায় আনারও দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ২১ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. এনামুল হক একই প্রতিষ্ঠানের শিক্ষক প্রফেসর ড. নাজমা আফরোজের সঙ্গে যৌন হয়রানিমূলক আচরণ করেন।

বাংলাদেশ সময়: ১২:১৮:৫৫   ৫০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ