জয় বাংলা ম্যারাথনের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারি » জয় বাংলা ম্যারাথনের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন
মঙ্গলবার, ১৪ মে ২০২৪



জয় বাংলা ম্যারাথনের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয় বাংলা ম্যারাথন-২০২৪’ হাফ ম্যারাথন। ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবসে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স এন্ড সাইক্লিং ক্লাবের আয়োজনে এ প্রতিযোগিত অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৪ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে ম্যারাথনের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে ১৬ বছরের বেশি বাংলাদেশি যেকোনো নাগরিক হাফ ম্যারাথন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মোট চারটি ক্যাটাগরিতে ৫ হাজার প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পাবেন। আন্তর্জাতিক ম্যারাথনের সব নিয়ম মেনেই আয়োজন করা হচ্ছে প্রতিযোগিতাটি।

পিবিআই প্রধান বলেন, ‘বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাব প্রতি বছর ঢাকা জেলা পুলিশ লাইনস, মিল ব্যারাক, গেন্ডারিয়া, ঢাকায় ৪০০ থেকে ৮০০ মিটার দৌড়সহ কয়েকটি ইভেন্টের আয়োজন করে, যার অংশগ্রহণকারী ছিলেন পুলিশ সদস্যরা। আমরা বৃহৎ পরিসরে সাইক্লিং অথবা ম্যারাথন আয়োজনের সম্ভাব্যতা যাচাই করতে একাধিক মিটিং করি এবং কমিটি গঠন করি। ম্যারাথন আয়োজন চ্যালেঞ্জিং হলেও আমরা এর বাস্তবায়নে অনেকদূর এগিয়েছি। সবার সহযোগিতায় এ মেগা ইভেন্টে বাস্তবায়ন করতে পারব বলে আমরা বিশ্বাস করি।’

বাংলাদেশ সময়: ১৪:৪৫:৪৮   ১২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সচিবালয়ে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে উপদেষ্টারা
সচিবালয়ে আগুন কী নাশকতা, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সচিবালয়ের বাইরে হাজারও কর্মকর্তা-কর্মচারীর ভিড়, এক গেট দিয়ে প্রবেশ
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল



আর্কাইভ