সাতক্ষীরার কালীগঞ্জে ১১টি এয়ারগান ও সাত হাজার গুলি উদ্ধার

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরার কালীগঞ্জে ১১টি এয়ারগান ও সাত হাজার গুলি উদ্ধার
শনিবার, ১১ মে ২০২৪



সাতক্ষীরার কালীগঞ্জে ১১টি এয়ারগান ও সাত হাজার গুলি উদ্ধার

সাতক্ষীরায় বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) অভিযানে ১১টি এয়ারগান ও সাত হাজার পিস গুলি উদ্ধার হয়েছে।

শনিবার (১১ মে) রাত ৯টায় শ্যামনগর উপজেলার নীলডুমুর ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বসন্তপুর বিওপির সুবেদার মহাসীন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা তালতলা এলাকা থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বিজিবি সদস্যরা ছনকা তালতলা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় পরিত্যক্ত অবস্থায় ১১টি এয়ারগান ও এয়ারগানের সাত হাজার পিস গুলি উদ্ধার করা হয়।

ঘটনার সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি কালীগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৩৫   ১৭ বার পঠিত  




খুলনা’র আরও খবর


জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা
ঘন কুয়াশা: ১৩ ডিগ্রির ঘরে চুয়াডাঙ্গার তাপমাত্রা
অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে সারজিস বললেন, ‘আমরা কাউকে ছেড়ে কথা বলবো না’
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে প্রায় সাড়ে ১০ কেজি রুপার গহনাসহ দুই যুবক আটক
ভোমরা স্থলবন্দর এলাকায় ৩ মে. টন রসুন উদ্ধার



আর্কাইভ