তারেক রহমান থাকলে বিএনপি সংসদে আসতে পারবে না: কামরুল ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারি » তারেক রহমান থাকলে বিএনপি সংসদে আসতে পারবে না: কামরুল ইসলাম
শনিবার, ১১ মে ২০২৪



তারেক রহমান থাকলে বিএনপি সংসদে আসতে পারবে না: কামরুল ইসলাম

দণ্ডিত পলাতক আসামি তারেক রহমান যত দিন বিএনপির নেতৃত্বে থাকবে ততদিন দলটি সংসদে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার (১১ মে) দুপুরে মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে বক্তৃতা করেন তিনি।

কামরুল ইসলাম বলেন, তারেক রহমানের কারণেই দলটির নেতারা হতাশায় ভুগছেন। তারেকই চায় না দলটি নির্বাচনে আসুক। তারেক নেতৃত্বে থাকলে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। তাই তারেক রহমান যত দিন বিএনপির নেতৃত্বে থাকবে ততদিন দলটি সংসদে আসতে পারবে না।

তিনি বলেন, আন্দোলন ও নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপি আবারও আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে। অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। কোনো বিশৃঙ্খলা মেনে নেয়া হবে না।

দেশের উন্নয়ন-অগ্রগতি ব্যাহত না করে বিএনপিকে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানিয়ে সাবেক এ খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত নির্বাচনে ভয় পায়। তারা নির্বাচনে বিশ্বাসী না। এ জন্য তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। এসব দুষ্কর্ম বাদ দিয়ে গণতন্ত্রের পথে ফিরে আসুন।

একই অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, দেশের মানুষ এখন শান্তি চায়, উন্নয়ন চায়। দেশ যখন উন্নয়নের ধারায় ধাবিত হচ্ছে তখন বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, তারা (বিএনপি) মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু তারা নির্বাচনমুখী নয়। তারা আন্দোলন করে কিন্তু ভোট করে না। কারণ, তারা নির্বাচনের মাধ্যমে নয়, অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা চায়।

বাংলাদেশ সময়: ১৮:৩৩:৫১   ৪৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


অগ্নিকাণ্ড প্রতিরোধে দীর্ঘমেয়াদে করণীয় সুপারিশ জমা দেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু কাল, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
নববর্ষ উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
খাদ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
সৎ থাকুন, সময় পরিবর্তন হবে : তানজিন তিশা



আর্কাইভ