জেলায় আজ ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্য ব্যবসা সংশ্লিষ্টদের নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৪ টায় স্থানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব মো. আখতার মামুন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল- এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার মাহফুজার রহমান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং অফিসার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মেহেদী হাসান, গাইবান্ধার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মিলন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে সংশ্লিষ্টদের মধ্যে হাইজিনিক সামগ্রি বিতরন করা হয়। পরে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২০:১০:৫৭ ১৮ বার পঠিত