অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনেক ক্ষেত্রে ইউরোপ-আমেরিকার চেয়েও সেটা ভালো বলেও উল্লেখ করেন তিনি।
শুক্রবার (১০ মে) বিকেলে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশে মানবাধিকার নিয়ে প্রশ্ন কারা হলে মন্ত্রী বলেন, মানবাধিকার পরিস্থিতি কোথাও পারফেক্ট নেই। আমেরিকায় ফিলিস্তিনের পক্ষে আন্দোলনরত আড়াই হাজার ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘন হওয়ায় ইউরোপে বিক্ষোভ হচ্ছে।
‘তবে অনেক দেশের তুলনার বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো আছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেটা আরও ভালো হয়েছে। অথচ এখানে কেউ ধাওয়া খেলেও আমেরিকার বিবৃতি দেয়’, যোগ করেন তিনি।
উপজেলা নির্বাচন নিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচনে ৩৫ শতাংশের বেশি ভোট পড়েছে। যেভাবে বর্জনের ডাক দেয়া হয়েছে, তারপরও ভোটের এই হার আমি মনে করি সন্তোষজনক। কোনো সহিংসতা হয়নি। আশা করি, সামনের নির্বাচনগুলোতে ভোটারদের অংশগ্রহণ আরও বাড়বে।’
বাংলাদেশ সময়: ১৯:২১:৪৪ ৩৯ বার পঠিত