কক্সবাজারে যুবককে ডেকে নিয়ে গুলি করে হত্যা

প্রথম পাতা » চট্রগ্রাম » কক্সবাজারে যুবককে ডেকে নিয়ে গুলি করে হত্যা
বৃহস্পতিবার, ৯ মে ২০২৪



কক্সবাজারে যুবককে ডেকে নিয়ে গুলি করে হত্যা

কক্সবাজারের রামু উপজেলায় আবুল কাসেম (৩৫) নামে এক যুবককে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) সকালে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের নারিমমা ঝিরি পাহাড় থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কাসেম রামুর গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকার মৃত আলী আহমেদের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল চালক ছিলেন।

নিহত কাসেমের ছোট ভাই শহিদুল্লাহ বলেন, বুধবার (৮ মে) রাত ২টার দিকে ৪০ জনের সন্ত্রাসী দল ভাই কাসেমকে গরু খোঁজে দেয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। তারপর বৃহস্পতিবার সকাল ৬টার দিকে নারিমমা ঝিরি পাহাড়ের কাঠুরিয়ারা তাকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। তারপর আমরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়াও ওই পাহাড়ে পুলিশের একটি টিম আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩:৫০:১৯   ৩৫ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন নেতা আটক
লক্ষ্মীপুরে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
পহেলা বৈশাখে সিঁদুর খেলায় মেতেছেন সনাতন ধর্মাবলম্বী নারীরা
চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে খাগড়াছড়িতে ‘বৈসাবি’ উৎসব শুরু
অন্তর্বর্তী সরকার বিচারক সংকট ও লজিস্টিক সমস্যার সমাধান করে যাবে: আইন উপদেষ্টা



আর্কাইভ