বাংলাদেশ-মিশর সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারি » বাংলাদেশ-মিশর সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক অনুষ্ঠিত
বুধবার, ৮ মে ২০২৪



বাংলাদেশ-মিশর সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ০৮ মে, ২০২৪ : বাংলাদেশ-মিশর সংসদীয় মৈত্রী গ্রুপের ১ম বৈঠক সভাপতি মো: নজরুল ইসলাম বাবু, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে মৈত্রী গ্রুপের সদস্য কাজী কেরামত আলী এমপি, মো: মুজিবুল হক এমপি, মো: আবু জাহির এমপি এবং ফরিদুন্নাহার লাইলী এমপি অংশগ্রহণ করেন।

শুরুতে বাংলাদেশ-মিশর সংসদীয় মৈত্রীগ্রুপের সদস্যগণের পরিচিতি ও প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয় এবং মৈত্রীগ্রুপের কার্যক্রম সম্পর্কে সদস্যদের বৈঠকে ব্রিফ করা হয়।

বৈঠকে ওআইসি ও ন্যামে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তিতে মিশরের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরা হয়। বাংলাদেশ ও মিশর উভয় দেশ ইসলামি ভাবাপন্ন হওয়ায় মৈত্রীগ্রুপের সদস্যগণ এসময় মিশরের বিভিন্ন ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।

সভাপতি বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা স্ব স্ব দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখবে।

বৈঠকে বাংলাদেশ ও মিশর- এই দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নয়ন বিষয়ক আলোচনা হয় এবং অর্থনৈতিক ও কারিগরি সহায়তা বৃদ্ধিতে সুপারিশ করা হয়।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক, জাতীয় সংসদের আইপিএ ডিরেক্টরসহ পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:১৪:৪০   ৩৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি
বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত



আর্কাইভ