বাংলাদেশ-মিশর সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারি » বাংলাদেশ-মিশর সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক অনুষ্ঠিত
বুধবার, ৮ মে ২০২৪



বাংলাদেশ-মিশর সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ০৮ মে, ২০২৪ : বাংলাদেশ-মিশর সংসদীয় মৈত্রী গ্রুপের ১ম বৈঠক সভাপতি মো: নজরুল ইসলাম বাবু, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে মৈত্রী গ্রুপের সদস্য কাজী কেরামত আলী এমপি, মো: মুজিবুল হক এমপি, মো: আবু জাহির এমপি এবং ফরিদুন্নাহার লাইলী এমপি অংশগ্রহণ করেন।

শুরুতে বাংলাদেশ-মিশর সংসদীয় মৈত্রীগ্রুপের সদস্যগণের পরিচিতি ও প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয় এবং মৈত্রীগ্রুপের কার্যক্রম সম্পর্কে সদস্যদের বৈঠকে ব্রিফ করা হয়।

বৈঠকে ওআইসি ও ন্যামে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তিতে মিশরের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরা হয়। বাংলাদেশ ও মিশর উভয় দেশ ইসলামি ভাবাপন্ন হওয়ায় মৈত্রীগ্রুপের সদস্যগণ এসময় মিশরের বিভিন্ন ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।

সভাপতি বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা স্ব স্ব দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখবে।

বৈঠকে বাংলাদেশ ও মিশর- এই দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নয়ন বিষয়ক আলোচনা হয় এবং অর্থনৈতিক ও কারিগরি সহায়তা বৃদ্ধিতে সুপারিশ করা হয়।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক, জাতীয় সংসদের আইপিএ ডিরেক্টরসহ পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:১৪:৪০   ৫০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে আর্সেনাল
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ
ইসলামাবাদের সাথে সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ অমীমাংসিত সমস্যার সমাধান চায়



আর্কাইভ