কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের প্রেসিডেন্ট রিসোর্ট খেলার মাঠে হয়ে গেল জমকালো ফুটবল টুর্নামেন্ট।
শুক্রবার (২ জুন) বিকালে প্রয়াত মুক্তিযোদ্ধা হাজি আবদুল হাসেম স্মৃতি টুর্নামেন্ট নামে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবিপ্রধান) মো. হারুন অর রশিদ। এতে সভাপতিত্ব করেন ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান ভূঁইয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন চিত্রতারকা ও খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, চিত্রনায়ক রুবেল, চিত্রনায়ক জায়েদ খাঁন, চিত্রনায়িকা শিরিন শিলা, চিত্রনায়িকা জলি, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ, পুলিশ সুপার মো. রাসেল শেখ প্রমুখ।
উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কলিন্দ্রনাথ গোলদারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সংগঠক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
প্রেসিডেন্ট রিসোর্টের পূর্ব কোণে খেলার মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টটি ডিবিপ্রধান হারুন অর রশিদের প্রয়াত বাবা বীর মুক্তিযোদ্ধা হাজি আবদুল হাসেমের নামে।
রোদ-বৃষ্টি উপেক্ষা করে দুপুর থেকেই হাজার হাজার দর্শক উদ্বোধনী অনুষ্ঠান দেখতে মাঠে জড়ো হন। এ ছাড়াও চলচ্চিত্র অঙ্গনের তারকাদের আসার সংবাদ পেয়ে দর্শকরা উল্লোসিত হন। খেলায় হোসেনপুর একাদশ বনাম নবাবপুর একাদশের ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে হোসেনপুর একাদশের পক্ষে হারুন অর রশীদ মাঠ কাঁপিয়ে তোলেন। খেলার হাফ টাইমের পূর্বেই হারুন বল নিয়ে নবাবপুর একাদশকে ১-০ গোলে এগিয়ে দেন। বিরতির পর আর কোনো গোল না হওয়ায় হারুনের গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে হোসেনপুর একাদশ। এ টুর্নামেন্টে প্রথম রাউন্ডে ১৬ টি দল অংশ নেওয়ার কথা রয়েছে।
হাওরে এই প্রথম কোনো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান তারকাদের মেলায় পরিণত হয়।
টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন প্রেসিডেন্ট রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার ও মশিউর রহমান ভূঁইয়া।
বাংলাদেশ সময়: ১৭:০৭:১৪ ৪১ বার পঠিত