স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সার্বজনীন পেনশন স্কিমের গুরুত্ব শীর্ষক মতবিনিময় সভা আজ শরীয়তপুরে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুদ্দিন গিয়াস, সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম রাফেউল ইসলাম প্রমুখ।
সভায় সরকার ঘোষিত সার্বজনীন পেনশন স্কিমে সকলের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে সর্বস্তরের নাগরিকের প্রবীণ বয়সে নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৮:২৯:৫৭ ১৩ বার পঠিত