টুঙ্গিপাড়ায় কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারি » টুঙ্গিপাড়ায় কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন
সোমবার, ৬ মে ২০২৪



টুঙ্গিপাড়ায় কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মো. শেখ আব্দুল মালেক-শেখ আব্দুল মান্নান কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার দুপুরে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে পাটগাতী দক্ষিণপাড়া গ্রামে নবনির্মিত এ কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের সভাপতি প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।
গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক প্রফেসর ডাক্তার নাহিদ ফেরদৌসী ও সিবিএইচসি‘র লাইন ডিরেক্টর ডা. কাইয়ুুম তালুকদার।
শেখ আব্দুল মালেক-শেখ আব্দুল মান্নান কমিউনিটি ক্লিনিকের জন্য জমি দাতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:৪০   ২০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন তিন কূটনৈতিক প্রতিবেদক
সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার



আর্কাইভ