জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রথম পাতা » খেলা » জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
রবিবার, ৫ মে ২০২৪



জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এবার দ্বিতীয় ম্যাচ খেলতে সন্ধ্যায় মাঠে নামছে নাজমুল হোসেন শান্তরা। তার আগে লাল-সবুজের প্রতিনিধিদের সম্ভাব্য একাদশ দেখে নেয়া যাক।

রোববার (৫ মে) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে টাইগার বাহিনী জয় পেয়েছিল ৮ উইকেটে।

তবে সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ জিতলেও ভালো করতে পারেননি ওপেনার লিটন দাস। তাই আজকের ম্যাচে তার বদলে পারভেজ হোসেন ইমনকে দেখা যেতে পারে। এর বাইরে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:০৫   ৩৪ বার পঠিত  




খেলা’র আরও খবর


বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ



আর্কাইভ