পায়রা বন্দরের গভীর সমুদ্রে উপ-সমুদ্র পাইপলাইন এফএসআরইউ স্থাপন এবং পায়রা-বরিশাল-খুলনা ওনারর্স পাইপলাইন প্রকল্পের পরিবেশগত ও আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ মে) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) এ মত বিনিময়ের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান মুন্সী মো. আতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজম।
মত বিনিময় সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের পাবলিক ট্রাস্ট এবং বুদ্ধিবৃত্তিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সিইজিআইএস এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্পের অধীনে কুয়াকাটা থেকে বরগুনা, ঝালকাঠি, বরিশাল, গোপালগঞ্জ এবং বাগেরহাট হয়ে খুলনা পর্যন্ত একটি উপকূল গ্যাস সঞ্চালন পাইপ লাইন নির্মাণ করা হবে। এই গ্যাস সঞ্চালন লাইটি ৩০ ইঞ্চি এবং ৪২ ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে স্থাপিত হবে। প্রকল্পের ৬৮ কিলোমিটার দৈর্ঘ্যের পাইপ লাইটিতে ২০টি ভালভ স্টেশন এবং ৫টি মিটারিং স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:২৮:১৫ ১৪ বার পঠিত