নাটোরে নৃ-জনগোষ্ঠীর নারী শ্রমিকের মাঝে পানীয় ও খাদ্য বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারি » নাটোরে নৃ-জনগোষ্ঠীর নারী শ্রমিকের মাঝে পানীয় ও খাদ্য বিতরণ
শনিবার, ৪ মে ২০২৪



নাটোরে নৃ-জনগোষ্ঠীর নারী শ্রমিকের মাঝে পানীয় ও খাদ্য বিতরণ

জেলার চলনবিলে আজ তৃষ্ণার্ত নৃ-জনগোষ্ঠীর নারী শ্রমিকের মাঝে খাবার স্যালাইন, লাচ্ছি, জুস, বিশুদ্ধ পানি ও বিস্কুট বিতরণ করা হয়েছে।
বেলা সাড়ে ১১টায় সিংড়া উপজেলার রাতাল এলাকায় বোরো ধান কাটার জমিতে শতাধিক নারী শ্রমিকের মাঝে এসব খাবার উপকরণ প্রদান করা হয়।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির আয়োজনে এ কার্যক্রমে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ইফতেখারুল ইসলাম এবং চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, চলমান তাপদাহে বিলের কৃষি শ্রমিকদের মাঝে আমরা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির কাজ করছি। পাশাপাশি বিগত এক সপ্তাহে সহষ্রাধিক কৃষি শ্রমিকের মাঝে স্যালাইন, পানি ও বিস্কুট বিতরণ করা হয়েছে। আজ নৃ-জনগোষ্ঠীর নারী শ্রমিকের মাঝে পানীয় ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:০২:১৫   ২১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


রূপগঞ্জে নিজ দলের হামলায় ছাত্রদল নেতা পাভেল নিহত
আল্লাহর নবী হজরত ঈসা (আ.) সম্পর্কে কোরআনে যা উল্লেখ আছে
জাহাজে সাত খুনের ঘটনায় ইরফান গ্রেফতার
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল



আর্কাইভ