গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
শুক্রবার, ৩ মে ২০২৪



গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১

গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ১৪১ ফিলিস্তিনি সাংবাদিক এবং মিডিয়াকর্মী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৭০ জন। এছাড়া,ইসরায়েলের কারাগারে এখনও বন্দি রয়েছেন আরও অন্তত ২০ জন সাংবাদিক। ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের সরকারি মিডিয়া অফিস। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের, বিশেষ করে নারী ও শিশুদের ওপর ইসরায়েলি দখলদার সেনাবাহিনী পরিচালিত গণহত্যামূলক যুদ্ধের অংশ।’

‘সাংবাদিক এবং মিডিয়াকর্মীদের বিরুদ্ধে সংগঠিত ইসরায়েলি অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য’ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণরূপে দায়ী করেছে মিডিয়া অফিস।

এটি আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘ফিলিস্তিনি সাংবাদিকদের রক্ষা করতে এবং সাংবাদকর্মী, বেসামরিক, নারী ও শিশু এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলকে চাপ দেওয়ার’ আহ্বান জানিয়েছে।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। হামাসের ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৪ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অধিকাংশই নারী ও শিশু। এসময় আহত হয়েছেন আরও ৭৭ হাজার ৪০০ জন।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:৪৩   ১৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


হামাস-ইসরাইল যেভাবে চুক্তিতে পৌঁছেছে
৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল
ট্রাম্পের শপথ আজ, বাইডেন অধ্যায়ের অবসান
ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন
গাজায় হামলা অব্যাহত রয়েছে : ইসরাইলি বাহিনী



আর্কাইভ