চুরির ঘটনা ডিবিকে জানান, ছায়া তদন্ত করা হবে: ডিবিপ্রধান

প্রথম পাতা » ছবি গ্যালারি » চুরির ঘটনা ডিবিকে জানান, ছায়া তদন্ত করা হবে: ডিবিপ্রধান
বৃহস্পতিবার, ২ মে ২০২৪



চুরির ঘটনা ডিবিকে জানান, ছায়া তদন্ত করা হবে: ডিবিপ্রধান

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, চুরির ঘটনার অভিযোগ পেলেই ছায়া তদন্ত করবে ডিবি।

বৃহস্পতিবার (২ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে ডিবির বিভিন্ন বিভাগের সিঁদেল চোর সদস্যদের গ্রেফতারের বিষয়ে ব্রিফিং করেন তিনি।

ডিবিপ্রধান বলেন, ‘কোথাও কোনো চুরির ঘটনা ঘটলে ডিবিকে জানান। প্রথমে থানায় মামলা দিন পরে তা ডিবিতে নিয়ে আসেন। কোথাও কোনো চুরির ঘটনা ঘটলে আমরা ছায়া তদন্ত শুরু করব।’

তিনি জানান, ডিবি রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম ধানমন্ডি ১১ নম্বরে চাঞ্চল্যকর চুরি মামলার রহস্য উন্মোচন এবং ৪১ ভরি চোরাই স্বর্ণালংকার, নগদ ৭ লাখ টাকা, চোরাই কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধারসহ ১ পেশাদার চোরকে গ্রেফতার করেছে।

হারুন বলেন, ১৩ এপ্রিল দিবাগত রাত ৩টা থেকে ১৯ এপ্রিল বেলা ১১টার মধ্যে যে কোনো সময় ধানমন্ডি মডেল থানাধীন ৩৩ নম্বর বাসায় চুরির ঘটনা ঘটে।

তিনি বলেন, ওই ঘটনায় মামলা হওয়ার পর থেকে গোয়েন্দা রমনা বিভাগ, ধানমন্ডি জোনাল টিম, ডিএমপি ঢাকা গোয়েন্দা অনুসন্ধান ও ছায়া তদন্ত করে ২৬ এপ্রিল চুরির সঙ্গে জড়িত আসামি মো. গিয়াস উদ্দিনকে (৩৫) ঢাকার পূর্ব নাখালপাড়া থেকে বিকেল ৪টার দিকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী আসামির বসতবাড়ি থেকে ৪১ ভরি স্বর্ণালংকার, নগদ ৭ লাখ টাকা, চোরাই কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

গোয়েন্দা রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীরের দিকনির্দেশনায় রমনা থানার এডিসি মো. আজহারুল ইসলাম মুকুলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহীর নেতৃত্বে অফিসার ও ফোর্সের সমন্বয়ে অভিযানটি পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:১৪:০১   ১৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ



আর্কাইভ