টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম পাতা » খেলা » টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
বৃহস্পতিবার, ২ মে ২০২৪



টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে গত বছর ভারতকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলেছিল বাংলাদেশ নারী দল। কিন্তু এবারের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে তার ছিটেফোঁটাও করে দেখাতে পারেনি টাইগ্রেসরা। সিরিজ বাঁচানোর মিশনে বৃহস্পতিবার (২ মে) তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং ভারত।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। লড়াইয়ে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত নারী দল।

দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। স্পিনার সুলতানা খাতুনের বদলি হিসেবে একাদশে এসেছেন শরিফা খাতুন। প্রথম দুই ম্যাচে জয় পাওয়া একাদশ নিয়েই তৃতীয় ম্যাচে নামছে ভারত।

বাংলাদেশ একাদশ:
দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, সোবাহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক), ফাহিমা খাতুন, রাবেয়া খান, রিতু মনি, শরিফা খাতুন, নাহিদা আক্তার, মারুফা আক্তার, ফারিহা তৃষ্ণা।

ভারতের একাদশ:
স্মৃতি মন্ধনা, শেফালি ভার্মা, দয়ালন হেমলতা, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ, সঞ্জীবন সাজনা, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, শ্রেয়াঙ্কা পাতিল, রাধা যাদব, রেণুকা ঠাকুর সিং।

বাংলাদেশ সময়: ১৬:১১:৫৮   ১৬ বার পঠিত  




খেলা’র আরও খবর


২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
পাচুকাকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
অর্ধযুগ পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়



আর্কাইভ