সরকার গণমাধ্যমের সমালোচনাকে স্বাগত জানায়: তথ্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » সরকার গণমাধ্যমের সমালোচনাকে স্বাগত জানায়: তথ্য প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ২ মে ২০২৪



সরকার গণমাধ্যমের সমালোচনাকে স্বাগত জানায়: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যমের যে কোনো সমালোচনাকে সরকার স্বাগত জানায়। যখন পরিকল্পনা করে অপতথ্যের প্রচার করা হয়, তখনই সমস্যা তৈরি হয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

বৃহস্পতিবার (২ মে) রাজধানীর ধানমন্ডিতে ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সংস্থাটির আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, গত ১৫ বছরে সরকার গণমাধ্যমের স্বাধীনতার ওপর কাজ করেছে। এক্ষেত্রে সরকারের ত্রুটি ও ব্যর্থতা থাকতে পারে; কিন্তু বড় পরিসরে দেশ অনেকটা এগিয়েছি।

তিনি আরও বলেন,

প্রথম কেবিনেট মিটিংয়েই প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক করেছেন। উনি বলেছেন, যারা বিভিন্ন মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব নিয়েছে, তাদের অনেকের ক্ষেত্রে সমালোচনা হতে পারে। কিছু কিছু সমালোচনা হয় সঠিক তথ্যের ওপর ভিত্তি করে, সেখান থেকে ব্যর্থতা বা ত্রুটিগুলো সংশোধনের কাজ করতে হবে। প্রধানমন্ত্রী সমালোচনার বিপক্ষে না। কিন্তু উনি চান সমালোচনা হোক সঠিক তথ্যের ওপর ভিত্তি করে।

পরিবেশ সাংবাদিকতাকে সুরক্ষা দেয়ার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু ইস্যু নিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় দুর্নীতি ও পরিবেশ দূষণ নিয়ে কাজ করতে গিয়ে ঝুঁকি তৈরি হলে, তার সুরক্ষা সরকার দেবে। কেননা সরকার পরিবেশ ও জলবায়ু নিয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৫:২২:২৭   ১০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


৩১ ডিসেম্বর কী হতে যাচ্ছে, জানালেন হাসনাত- সারজিসরা
ব্যাংক খাতে ব্যর্থতার দায় কমবেশি সবার: গভর্নর
মারা গেলেন অলিভিয়া
শেরপুরে বাসচাপায় সিএনজি অটোরিকশার ৬ জন নিহত
অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন



আর্কাইভ