ভোলায় মহান মে দিবস পালন

প্রথম পাতা » ছবি গ্যালারি » ভোলায় মহান মে দিবস পালন
বুধবার, ১ মে ২০২৪



ভোলায় মহান মে দিবস পালন

জেলায় আজ র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস ২০২৪ পালন করা হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হুসাইন’র সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। আরো বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কায়সার খসরু, বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম, সজল উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন প্রমুখ।
সভায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া দিবসটি উপলক্ষে জেলা শ্রমিকলীগের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৭:৫৮   ৩৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা



আর্কাইভ