গাজী টায়ার্সকে হারিয়ে প্রিমিয়ার লিগে টিকে রইলো রূপগঞ্জ টাইগার্স

প্রথম পাতা » খেলা » গাজী টায়ার্সকে হারিয়ে প্রিমিয়ার লিগে টিকে রইলো রূপগঞ্জ টাইগার্স
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪



গাজী টায়ার্সকে হারিয়ে প্রিমিয়ার লিগে টিকে রইলো রূপগঞ্জ টাইগার্স

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটে রেলিগেশন পর্বের শেষ ম্যাচে আজ রূপগঞ্জ টাইগার্স ৭ উইকেটে হারিয়েছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে। এই জয়ে প্রিমিয়ার লিগে টিকে গেল রূপগঞ্জ টাইগার্স। রেলিগেশন লিগে ২ ম্যাচের দু’টিতেই জিতলো রূপগঞ্জ টাইগার্স। সব মিলিয়ে ১৩ ম্যাচের মধ্যে ৪টি জয় পেয়ে প্রিমিয়ার লিগে টিকে থাকলো তারা।
প্রিমিয়ার লিগ থেকে প্রথম বিভাগে নেমে গেল গাজী টায়ার্স ও সিটি ক্লাব। সব মিলিয়ে ১৩ ম্যাচে গাজী টায়ার্স ৩টি ও সিটি ক্লাব ২টি জয়ের স্বাদ পেয়েছে।
আজ বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে গাজী টায়ার্স। অধিনায়ক গাজী তাহজিবুলের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ২০৬ রান করে তারা। ৪৪ বলে ৪টি চার ও ২টি ছক্কায় অনবদ্য ৫২ রান করেন তাহজিবুল। রূপগঞ্জ টাইগার্সের পাঁচ বোলার ১টি করে উইকেট নেন।
জবাবে রূপগঞ্জ টাইগার্সকে ১৫১ বলে ১৫৫ রানের সূচনা এনে দেন দুই ওপেনার মাহফিজুল ইসলাম ও জসিম। ১ রানের ব্যবধানে দুই ওপেনার ফিরলেও, মিডল অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় ৩৪ দশমিক ১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে রূপগঞ্জ টাইগার্স।
মাহফিজুল ৭টি চার ও ২টি ছক্কায় ৭৪ এবং ৯টি চার ও ২টি ছক্কায় ৭৫ বলে ৭৭ রান করেন জসিমউদ্দিন।
মিডল অর্ডারে সালমান হোসেন ২৩ ও আব্দুল্লাহ আল মামুন ২০ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ সময়: ২২:৫৬:০৮   ১৫ বার পঠিত  




খেলা’র আরও খবর


২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
পাচুকাকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
অর্ধযুগ পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়



আর্কাইভ