বর্ষীয়ান রাজনীতিবিদ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের সাবেক সভাপতিমন্ডলীর সদস্য জাতীয় নেতা মরহুম আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের পক্ষ থেকে তার কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ শনিবার সকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজী, নির্মল চ্যাটার্জী, আজিজুস সামাদ আজাদ ডন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:০৬:২৫ ১৫ বার পঠিত