বাগেরহাটের রামপালে ট্রাক চাপায় ইঞ্জিন চালিত ভ্যানের ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
শনিবার (২৭ এপ্রিল) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় মোংলাগামী একটি ট্রাক পিছন দিক থেকে ইঞ্জিন-চালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোঃ সাইদ মোড়ল (৪৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়। আহত হন চালকসহ ৪ জন।
আহতদের উদ্ধার করে রামপাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে মোঃ আজাদ ও মোঃ মনি নামের আরও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ট্রাকটিকে জব্দ করেছে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ।
সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ বাবুল আক্তার।
বাংলাদেশ সময়: ১১:১৩:২৫ ৪৮ বার পঠিত