নাটোরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারি » নাটোরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪



---

জেলায় আজ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ হোসেন, পুলিশের ইন্সপেক্টর ফরহাদ হোসেন, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শব্দ দূষণের বহুমাত্রিক ঝুঁকির কারণে কানে কম শোনা এবং আংশিক বা পুরোপুরি বধিরতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, অনিদ্রা এবং মনঃসংযোগ নষ্ট, মানসিক সমস্যা, গর্ভস্থ বাচ্চা নষ্ট বা বধির অথবা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর জন্ম, । তাই শব্দ দূষণ পরিহার করার কোন বিকল্প নেই।
এরআগে কালেক্টরেট ভবন চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য র‌্যালি সড়ক প্রদক্ষিণ করে।
পরিবেশ অধিদপ্তরের ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর দিবসটি পালন করে।

বাংলাদেশ সময়: ১৬:০৯:২৯   ৪২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ
সংসার সুখী হওয়ার টিপস দিলেন টয়া



আর্কাইভ