বিশ্ব শক্তি পরিষদ (ডব্লিউইসি) ২৬-২৯ অক্টোবর, ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ডব্লিউইসি’র ২৭তম সংস্করণের আনুষ্ঠানিক আয়োজক হিসেবে সৌদি আরবের রিয়াদকে ঘোষণা দিয়েছে।
ডব্লিউইসি সোমবার রটারডামে তার ২৬তম সংস্করণে পরবর্তী আয়োজক দেশের নাম ঘোষণা করেছে। ৭ হাজারেরও বেশি আন্তর্জাতিক শক্তি স্টেকহোল্ডার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও প্রভাবশালী এই শক্তি ইভেন্টে যোগদান করে।
বৈশ্বিক শক্তির পরিবর্তনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কংগ্রেস সংযুক্ত শক্তি সমিতিগুলোর ভূমিকার প্রতি প্রতিফলন ঘটাতে ৭ হাজার প্রতিনিধি, ৭০জন মন্ত্রী, সি-স্যুট এক্সিকিউটিভ, এনজিও, বিশেষজ্ঞ ও একাডেমিয়া, উদ্যোক্তা ও তরুণ শক্তি নেতাসহ ১৮ হাজার অংশগ্রহণকারীকে একত্রিত করে।
ডব্লিউইসি ও নেদারল্যান্ডসের অর্থনৈতিক বিষয় ও জলবায়ু নীতি মন্ত্রণালয়ের সহ-আয়োজনে ২২-২৫ এপ্রিল এই কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। এই সংস্করণটি কাউন্সিল গঠনের ১শ’ বর্ষপূর্তি উদযাপন করছে।
ওয়ার্ল্ড এনার্জি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাঞ্জেলা উইলকিনসন বলেন, ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস হল শক্তির ক্ষেত্রে দূরদর্শী ও বাস্তব নেতৃত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন- যা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শক্তি বাস্তুতন্ত্রের বিভিন্ন চাহিদা ও আগ্রহ একত্রিত করে।
তিনি আরো বলেন, নতুন প্ল্যাটিনাম স্পন্সর, আরামকো ও সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের সাথে যুক্ত হয়ে কংগ্রেস আত্মবিশ্বাসী যে, এটি শক্তির স্থানান্তর সম্পর্কিত কৌশলগত কথোপকথন পুনরায় স্থাপন করা এবং মানুষ ও বিশ্বের সুবিধার জন্য শক্তিকে পুনরায় সাজানোর একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হবে।
উইলকিনসন আরও বলেন, আরামকো ও সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় উভয়ই গতিশীল কথোপকথনে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি অঞ্চল থেকে সহযোগিতামূলক চার্জ এগিয়ে নিয়ে যাবে-যা বর্তমানে নিজস্ব রূপান্তরমূলক শক্তি যাত্রায় নিযুক্ত রয়েছে।
আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসের বলেন, কোন সন্দেহ নেই যে- গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। ‘কিন্তু নির্গমন কমানোর পাশাপাশি, সমানভাবে গুরুত্বপূর্ণ হল শক্তি নিরাপত্তা, শক্তির সাশ্রয়ী মূল্য ও অর্থনৈতিক উন্নয়ন। আরামকো এই সমস্ত লক্ষ্যগুলোকে সমর্থন করার জন্য অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ।’
ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস বিশ্বের সব কোণ থেকে শক্তির স্বার্থের প্রতিনিধিত্বকারী স্টেকহোল্ডারদের একত্রিত করে এক শতাব্দীরও বেশি সময় ধরে শক্তির পরিবর্তনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে।
জ্বালানি মন্ত্রী ও সৌদি আরব সদস্য কমিটির চেয়ারম্যান প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান আল সৌদ বলেন, ‘সৌদি আরব ২০২৬ সালের বিশ্ব শক্তি কংগ্রেসের বৈশ্বিক শক্তির এই গুরুত্বপূর্ণ মুহুর্তে আয়োজনে সুযোগ পেয়ে আনন্দিত।’
উইলকিনসন আরও বলেছেন, নতুন শক্তির নিরাপত্তাহীনতার উদ্বেগের পটভূমিতে এবং জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর প্রাকৃতিক জীবন সমর্থন ব্যবস্থায় যে ক্রমবর্ধমান ক্ষতি হচ্ছে, তার পটভূমিতে নেট জিরো রোডম্যাপগুলোকে বাস্তবে অনুবাদ করা সহজ বা যথেষ্ট নয়।
তিনি আরো বলেন, আরও বেশি লোক ও সম্প্রদায়কে জড়িত করা এবং অন্তর্ভুক্তিমূলক বাস্তবায়নে নেতৃস্থানীয় অনুশীলনগুলো চিহ্নিত করা জরুরি।
ওয়ার্ল্ড এনার্জি কাউন্সিলের সেক্রেটারি জেনারেলের মতে, ‘এগিয়ে যাওয়ার সর্বোত্তম উপায় হল বিভিন্ন অঞ্চলকে নেতৃত্ব দেওয়া এবং একে অপরের কাছ থেকে শেখার ও স্থান-ভিত্তিক, পরিষ্কার ও ন্যায্য শক্তি পরিবর্তনের বৈচিত্রের প্রশংসা করা।’
বাংলাদেশ সময়: ১৯:৫৬:২০ ১৯ বার পঠিত