অধ্যাপক আনু মুহাম্মদের কম্বাইন্ড অপারেশন দরকার : স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » অধ্যাপক আনু মুহাম্মদের কম্বাইন্ড অপারেশন দরকার : স্বাস্থ্যমন্ত্রী
সোমবার, ২২ এপ্রিল ২০২৪



অধ্যাপক আনু মুহাম্মদের কম্বাইন্ড অপারেশন দরকার : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, বাংলাদেশের স্বনামধন্য অধ্যাপক আনু মুহাম্মদ একটি রেল ট্রাফিক দুর্ঘটনায় আহত হয়ে গতকাল ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলেন। আমি গতকাল রাতে ডাক্তারদের পাঠানো ছবি দেখে সিদ্ধান্ত নিয়েছিলাম, অধ্যাপক আনু মুহাম্মদের যে ইঞ্জুরিটা হয়েছে তার জন্য একটা কম্বাইন্ড অপারেশন দরকার। এইজন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে আনা হয়েছে।

আজ সোমবার (২২ এপ্রিল) দুপুরে অধ্যাপক আনু মুহাম্মদকে নিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও সার্জারি ইন্সটিটিউটে একটি বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘সকালে মাননীয় প্রধানমন্ত্রী অধ্যাপক আনু মুহাম্মদের অবস্থার খোঁজ নিয়েছেন। তিনি সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। আমিও তাকে সবকিছু অবহিত করেছি। একটা কম্বাইন্ড অপারেশনের জন্য এই ইন্সটিটিউট ভালো হবে।

আমাদের দরকার অর্থোপেডিক, আমি মনে করি সবাই মিলে এই বিষয়ে একসাথে কাজ করলে ভালো হবে। আমরা চাই, তিনি সুস্থ হয়ে আবার তার কর্মস্থলে ফিরে যান।’

তীব্র তাপদাহে প্রতিকূল পরিস্থিতি প্রসঙ্গে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আজকে আমরা দেশের সকল মেডিক্যাল কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছি। এই তীব্র গরমে মেডিক্যাল কলেজের ছাত্র-ছাত্রীরা কিভাবে থাকবে, আমরা একটা বিশদ আলোচনা করে, এই ব্যাপারে কিছু সিদ্ধান্ত নিয়েছি।

বেশিরভাগ ক্লাসগুলো অনলাইনে হবে এবং যেখানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ আছে সেখানে রোগীকে নিয়ে এসে ক্লিনিক্যাল ক্লাসগুলো করার নির্দেশনা দেওয়া হয়েছে৷ আমরা আশা করি, এই প্রাকৃতিক অবস্থা বেশিদিন থাকবে না। এটা বেশিদিন থাকবে না। তারপর আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।’

বাংলাদেশ সময়: ২৩:২১:৪৮   ২৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ