ধর্ম মন্ত্রণালয়ের জন্য আগামী ২০২৩-২৪ অর্থবছরে ২ হাজার ৫শ’ ৯ কোটি ২১ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি ২০২২-২৩ অর্থবছরে এ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ২ হাজার ৩শ’ ৫৩ কোটি ১৪ লাখ টাকা। সংশোধিত বাজেটে এর পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৬০ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার টাকা।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে আগামী ২০২৩-’২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ধর্ম মন্ত্রণালয়ের জন্য এ অর্থ বরাদ্দের প্রস্তাব করেন।
এরমধ্যে পরিচালন খাতে ৩শ’ ৩৩ কোটি ৬ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ২ হাজার ১শ’ ৭৬ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
আগামী অর্থবছরে (২০২৩-’২৪) ধর্ম মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য উন্নয়ন কর্মসূচির মধ্যে রয়েছে দেশের প্রতিটি উপজেলায় ১টি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনসহ (২য় সংশোধিত) মোট ১০ প্রকল্প/কর্মসূচি বাস্তবায়ন।
বাংলাদেশ সময়: ২২:২৭:৪৯ ৮৮ বার পঠিত