ধর্ম মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ৫০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

প্রথম পাতা » ছবি গ্যালারি » ধর্ম মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ৫০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩



ধর্ম মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ৫০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

ধর্ম মন্ত্রণালয়ের জন্য আগামী ২০২৩-২৪ অর্থবছরে ২ হাজার ৫শ’ ৯ কোটি ২১ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি ২০২২-২৩ অর্থবছরে এ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ২ হাজার ৩শ’ ৫৩ কোটি ১৪ লাখ টাকা। সংশোধিত বাজেটে এর পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৬০ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার টাকা।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে আগামী ২০২৩-’২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ধর্ম মন্ত্রণালয়ের জন্য এ অর্থ বরাদ্দের প্রস্তাব করেন।
এরমধ্যে পরিচালন খাতে ৩শ’ ৩৩ কোটি ৬ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ২ হাজার ১শ’ ৭৬ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
আগামী অর্থবছরে (২০২৩-’২৪) ধর্ম মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য উন্নয়ন কর্মসূচির মধ্যে রয়েছে দেশের প্রতিটি উপজেলায় ১টি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনসহ (২য় সংশোধিত) মোট ১০ প্রকল্প/কর্মসূচি বাস্তবায়ন।

বাংলাদেশ সময়: ২২:২৭:৪৯   ৮৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


রূপগঞ্জে নিজ দলের হামলায় ছাত্রদল নেতা পাভেল নিহত
আল্লাহর নবী হজরত ঈসা (আ.) সম্পর্কে কোরআনে যা উল্লেখ আছে
জাহাজে সাত খুনের ঘটনায় ইরফান গ্রেফতার
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল



আর্কাইভ