দিনাজপুরের চিরিরবন্দরে ১০০ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত ড্রাম ট্রাকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ এপ্রিল) দিবাগত রাতে চিরিরবন্দর রেলস্টেশন-ঘুঘুরাতলী সড়কের নুরজাহান সুপারমার্কেটে মেসার্স আজমল আয়রন স্টোরের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন দিনাজপুর সদর উপজেলার শেখহাটি গ্রামের আমজাদ হোসেনের ছেলে মোস্তাকিম (৩১), নিশ্চিন্তপুর গ্রামের সাইফুদ্দিন ওরফে সাহেব উদ্দিনের ছেলে রেজাউল করিম (৪৫) এবং রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ফেসকিপাড়া গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে মোহাইমিনুর রহমান (৩০)।
এ বিষয়ে শনিবার বিকেল সাড়ে ৩টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
তিনি বলেন, চিরিরবন্দর রেলস্টেশন থেকে ঘুঘুরাতলি মোড়ে যাওয়ার পথে মধ্যরাতে পুলিশ একটি ড্রাম ট্রাক আটক করে। পরে তল্লাশি চালিয়ে চারটি বস্তায় ৩৪টি পোঁটলায় ১০০ কেজি গাঁজা জব্দ করে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে রেজিস্ট্রেশনবিহীন ১০ চাকার একটি ড্রাম ট্রাক, যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা এবং ১০০ কেজি গাঁজার মূল্য ১৫ লাখ টাকা।
আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মামুন, চিরিরবন্দর থানার ওসি আবুল হাসান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯:২৮:০৯ ১২ বার পঠিত