বিমানবন্দর এলাকায় বাসের ধাক্কায় এক প্রকৌশলী নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারি » বিমানবন্দর এলাকায় বাসের ধাক্কায় এক প্রকৌশলী নিহত
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪



বিমানবন্দর এলাকায় বাসের ধাক্কায় এক প্রকৌশলী নিহত

রাইদা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা প্রাচীর ভেঙে ঢুকে যাওয়ার ফলে দুর্ঘটনায় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)- এর সিভিল এভিয়েশনের এক জ্যেষ্ঠ প্রকৌশলী নিহত হয়েছেন।
পুলিশ বলছে, শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাইদুল ইসলাম সিদ্দিকী সিভিল এভিয়েশনের সিনিয়র সাব-অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস জানান, আজ সকাল ১০টার দিকে রাইদা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নিরাপত্তা বাউন্ডারি ভেঙে ঢুকে যায়। এসময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিভিল এভিশনের সিনিয়র সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী) মাইদুল ইসলাম। তার মোটরসাইকেলটি বাসটির নিচে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই সুমন চন্দ্র দাস জানান, ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসচালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি জব্দ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৪৬:১৬   ১৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি
বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত



আর্কাইভ