আইন ও বিচার বিভাগে ১৯৪২ কোটি টাকা, সুপ্রিমকোর্টের জন্য ২৩৭ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

প্রথম পাতা » অর্থনীতি » আইন ও বিচার বিভাগে ১৯৪২ কোটি টাকা, সুপ্রিমকোর্টের জন্য ২৩৭ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩



আইন ও বিচার বিভাগে ১৯৪২ কোটি টাকা, সুপ্রিমকোর্টের জন্য ২৩৭ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

আগামী ২০২৩-২৪ অর্থবছরে আইন ও বিচার বিভাগের জন্য ১ হাজার ৯৪২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করা হয়েছে।
এছাড়া সুপ্রিমকোর্টের জন্য ২৩৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে সংশোধিত বাজেটে সুপ্রিমকোর্টের জন্য বরাদ্দ ছিল ২০৯ কোটি টাকা।
আজ ১ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট বক্তৃতায় এই প্রস্তাব পেশ করেন।
আইন ও বিচার বিভাগের জন্য পরিচালন ও উন্নয়ন খাত মিলিয়ে আগামী ২০২৩-২৪ অর্থবছরে ১ হাজার ৯৪২ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন খাতে ১ হাজার ৭৬৬ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ১৭৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য পরিচালন ও উন্নয়ন খাত মিলিয়ে মোট ১ হাজার ৭৫৩ কোটি টাকা বরাদ্দ করা হয়।
এর মধ্যে পরিচালন খাতে ছিল ১ হাজার ৪২১ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ৩৩২ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৮:৫৭:২১   ৮৬ বার পঠিত  




অর্থনীতি’র আরও খবর


পুঁজিবাজারে অস্থিরতার জন্য রেগুলেটরদের দায়ী করলেন অর্থ উপদেষ্টা
কর ছাড়ের সুবিধা প্রসঙ্গে যা বললেন অর্থ উপদেষ্টা
বাতিল হচ্ছে ৫৭ লাখ টিসিবি কার্ড, জানালেন বাণিজ্য উপদেষ্টা
নতুন সূচক যুক্ত করে মঙ্গলবার শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারি
আর্থিক খাতের দুরবস্থার জন্য ‘কেন্দ্রীয় ব্যাংক দায়ী’



আর্কাইভ