২০২৩-২৪ অর্থবছরে বস্ত্র ও পাট খাতে ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

প্রথম পাতা » অর্থনীতি » ২০২৩-২৪ অর্থবছরে বস্ত্র ও পাট খাতে ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩



২০২৩-২৪ অর্থবছরে বস্ত্র ও পাট  খাতে ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বস্ত্র ও পাট খাতে ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
গত অর্থবছরে এই খাতে বাজেটের পরিমাণ ছিল ৬২৯ কোটি টাকা। সংশোধিত বাজেটে যা হ্রাস পেয়ে দাঁড়িয়েছিল ৬০৩ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, “আগামী অর্থবছরে বস্ত্র ও পাট খাতে ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি যা ২০২২-২৩ অর্থবছরে ছিল ৬২৯ কোটি টাকা।”
তিনি আরো বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জন্য উন্নয়ন ব্যয় হিসেবে ৩৯০ কোটি এবং অনুন্নয়ন ব্যয় হিসেবে ২১৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৪৩:১৭   ১৪৯ বার পঠিত  




অর্থনীতি’র আরও খবর


বিমসটেক মুক্তবাণিজ্য অঞ্চল গঠনে সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন চায় বাংলাদেশ
বাংলাবান্ধা দিয়ে নেপালে গেল আরো ১০৫ মেট্রিক টন আলু
পাচার হওয়া কয়েকশ কোটি ডলার এ বছরই ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা
রেমিট্যান্সে সুবাতাস, মার্চের ৮ দিনেই এলো ৮১ কোটি ডলার
রমজানের প্রয়োজনীয় পণ্যের সমস্যা সাতদিনের মধ্যে সমাধান হবে: বাণিজ্য উপদেষ্টা



আর্কাইভ