বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা ও সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে মাছ ধরার অবৈধ মশারি জাল ও ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) দিনভর জেলা মৎস্য অধিদপ্তরের নেতৃত্বে মুলাদী উপজেলা মৎস্য দপ্তর, নৌ পুলিশ, থানা পুলিশের যৌথ উদ্যোগ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ আওতায় সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে দুই হাজার মিটার দৈর্ঘ্যের একটি মশারি জাল ও একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাল পুড়িয়ে নষ্ট করেন।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, মুলাদী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমসহ কোস্ট গার্ড ও নৌ পুলিশের সদস্যরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মশারি, পাইজাল, বেহুন্দি জালসহ ছোট ফাঁসের জালে জাটকা ও রেণু বিনষ্ট হয়। এতে মৎস্যসম্পদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে। তাই এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
বাংলাদেশ সময়: ২৩:১৬:০৭ ২৭ বার পঠিত