আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার ১৪তম অধিবেশনে সংসদীয় প্রতিনিধিদলের অংশগ্রহণ

প্রথম পাতা » ছবি গ্যালারি » আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার ১৪তম অধিবেশনে সংসদীয় প্রতিনিধিদলের অংশগ্রহণ
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪



আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার ১৪তম অধিবেশনে সংসদীয় প্রতিনিধিদলের অংশগ্রহণ

ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪ : আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা (আইআরইএনএ) এর ১৪তম অধিবেশন-২০২৪ আজ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হয়।

এ অধিবেশনে ‘আউটকাম অফ কপ২৮: ইনফ্রাস্ট্রাকচার, পলিসিস অ্যান্ড স্কিলস ফর ট্রিপলিং রিনিউয়্যাবলস অ্যান্ড অ্যাক্সিলারেটিং দ্যা এনার্জি ট্রানজিশন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এ অধিবেশনের মূল উদ্দেশ্য হল অংশগ্রহণকারী দেশগুলোতে ২০৩০ সালের মধ্যে পুনর্নবীকরণ শক্তি উৎপাদন তিনগুণ করার জন্য সচেতনতা বৃদ্ধি করা।

বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধিদলের নেতা হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ জিয়াউর রহমান এমপিসহ তানভীর শাকিল জয় এমপি, নাদিয়া বিনতে আমিন এমপি এ অধিবেশনে অংশগ্রহণ করেন।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোঃ নুরুজ্জামান এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৩৫:১১   ২৪ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ