সোনারগাঁয় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারি » সোনারগাঁয় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত
সোমবার, ১৫ এপ্রিল ২০২৪



সোনারগাঁয় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক জাহিদ মিয়া (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তাসংলগ্ন সাদিপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চর-সফিকা এলাকার তারা মিয়ার ছেলে। কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকার জাহিদ মিয়া সোমবার বিকেলে অটোরিকশা চালানোর সময় কুমিল্লাগামী রূপান্তর মেঘনা সুপার সার্ভিস নামের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৩-০৫৬৮) তাঁর অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে চালক জাহিদ গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পালিয়ে যান।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় রাখা হয়েছে। বাসটি জব্দ করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১:১৬:৩৪   ২৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
জোড়াতালি দিয়ে চলছে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতাল
তত্ত্বাবধায়ক নয় অন্তর্বর্তী সরকারের অধীনে হবে আগামী নির্বাচন
রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার



আর্কাইভ