সোনারগাঁয় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারি » সোনারগাঁয় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত
সোমবার, ১৫ এপ্রিল ২০২৪



সোনারগাঁয় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক জাহিদ মিয়া (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তাসংলগ্ন সাদিপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চর-সফিকা এলাকার তারা মিয়ার ছেলে। কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকার জাহিদ মিয়া সোমবার বিকেলে অটোরিকশা চালানোর সময় কুমিল্লাগামী রূপান্তর মেঘনা সুপার সার্ভিস নামের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৩-০৫৬৮) তাঁর অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে চালক জাহিদ গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পালিয়ে যান।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় রাখা হয়েছে। বাসটি জব্দ করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১:১৬:৩৪   ৫০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
ফরিদপুরে সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
একটা সংগঠন করতাম, যেটা বলতে লজ্জা হয় : জামায়াত আমির
অন্তর্বর্তী সরকারের আমলেই গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে : তথ্য উপদেষ্টা
প্রধান উপদেষ্টার চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য : মির্জা ফখরুল



আর্কাইভ