শরীয়তপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারি » শরীয়তপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩



শরীয়তপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

“টেকসই দুগ্ধ শিল্প সুস্থ মানুষ, সবুজ পৃথিবী” প্রতিপাদ্যে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় শরীয়তপুরে আজ র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।
উপলক্ষে আজ সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসককের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকরে সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সুবোধ কুমার দাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপ-পরিচালক স্থানীয় সরকার, গাজী শরীফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, উপজেলা প্রণি সম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ মারুফ রিজভী তালুকদার প্রমুখ।
র‌্যালি ও আলোচনা সভায় জেলার সরকারি বিভন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, দুগ্ধ খামারি, সাংবাদিকসহ গাভী পালনকারীরা অংশ নেন।
বক্তারা মানব দেহের পুষ্টি ঘাটতি কমাতে দুগ্ধ শিল্পের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সকলকের প্রতি আহবান জানান। দুগ্ধ উৎপাদন আরো বাড়ানো সম্ভব হলে এর মাধ্যমে শুধু পুষ্টির চাহিদাই পূরণ হবে না, অর্থনৈতিকভাবেও খামারিরা বেশ লাভবান হবেন।
জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সুবোধ কুমার দাস বলেন, বর্তমানে জেলার দুধের চাহিদা ১.০৩ লক্ষ মেট্টিক টন থাকলেও সকলের আন্তরিক প্রচেষ্টার সুফল হিসেবে উৎপাদন হচ্ছে ১.০৫ লক্ষ মেট্টিক টন। আমাদের এ ধারবাবাহিকতা বজায় রেখে জেলা উদ্বৃত্ত দুধ বর্তমানের তুলনায় আরো অধিক পরিমাণ জেলার বাইরেও পাঠানো সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৩২   ৪৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আল্লাহর নবী হজরত ঈসা (আ.) সম্পর্কে কোরআনে যা উল্লেখ আছে
জাহাজে সাত খুনের ঘটনায় ইরফান গ্রেফতার
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস



আর্কাইভ