ইসরাইলে ইরানের হামলা নিয়ে যা বললেন জাতিসংঘ মহাসচিব

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলে ইরানের হামলা নিয়ে যা বললেন জাতিসংঘ মহাসচিব
রবিবার, ১৪ এপ্রিল ২০২৪



ইসরাইলে ইরানের হামলা নিয়ে যা বললেন জাতিসংঘ মহাসচিব

ইসরাইলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি ‘সব পক্ষকে সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছেন।

রোববার( ১৪ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বলেন,

আমি সব পক্ষকে সর্বোচ্চ শান্ত থাকার আহ্বান জানাই। এমন কোনো পদক্ষেপ যেন না নেয়া হয় যাতে একাধিক ফ্রন্টে সামরিক সংঘর্ষের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে অশান্তি শুরু হয়।

আমি বারবার জোর দিয়ে বলছি যে এই অঞ্চল বা বিশ্বের কেউই আরেকটি যুদ্ধ মেনে নিতে পারবে না, বলেন তিনি।

এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘আমরা জয়ী হব।’

এছাড়া দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ তার দেশের বাহিনীর প্রশংসা করে বলেছেন যে ‘ভালো শক্তি অশুভ শক্তিকে’ পরাস্ত করবে।

শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরাইলে প্রথমবারের মতো সরাসরি ড্রোন ও মিসাইল হামলা চালায় ইরান।

ইরানের এই হামলার উপযুক্ত জবাব দেয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল।

বাংলাদেশ সময়: ১৫:১০:৩৭   ১৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের



আর্কাইভ