ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনের উদ্বোধন

প্রথম পাতা » চট্রগ্রাম » ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনের উদ্বোধন
শনিবার, ১৩ এপ্রিল ২০২৪



ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনের উদ্বোধন

জেলা শহরের মদিনা বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা মিলনায়তন ‘অবিনাশী ৩১’ এর উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার প্রধান অতিথি হিসেবে কমপ্লেক্স মিলনায়তনের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান ও শিল্পপতি নুরুল নেওয়াজ সেলিম।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন ফেনীর দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও সামাজিক ব্যক্তিত্ব। সভা শেষে মিলনায়তনের উদ্বোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ফেনীর ৩১ বীর সন্তান মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য খেতাবপ্রাপ্ত হন। তাঁদের স্মরণে মিলনায়তনটি ‘অবিনাশী ৩১’ নামকরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৪৫:০৪   ১৩ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২
হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
সবাইকে কথা বলার সুযোগ করে দেয়াই হলো সরকারের প্রধানতম লক্ষ্য -সুপ্রদীপ চাকমা



আর্কাইভ