অটোরিকশাকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল চালক নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারি » অটোরিকশাকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল চালক নিহত
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩



অটোরিকশাকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল চালক নিহত

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আনুমানিক ৬০ বছর বয়সী ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. মনির হোসেন জানান, বসিলা শাহজালাল হাউজিং এলাকার রাস্তায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে ছিটকে রাস্তায় পড়ে মোটরসাইকেল চালক গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও কিছুই জানা যায়নি। তার বয়স আনুমানিক ৬০ বছর। মরদেহটি মর্গে রাখা হয়েছে। আর ঘটনাটি বিস্তারিত জানার জন্য মোহাম্মদপুর থানায় জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০০:৪০   ৬৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে আর্সেনাল
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ
ইসলামাবাদের সাথে সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ অমীমাংসিত সমস্যার সমাধান চায়



আর্কাইভ