চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের শেষ আটের প্রথম লেগে অ্যাথলেটিকো মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছে বুরুশিয়া ডর্টমুন্ডকে।
গতরাতে নিজেদের মাঠে ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিলো স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো। চতুর্থ মিনিটে গোল করে অ্যাথলেটিকোকে এগিয়ে নেন রদ্রিগো ডি পল।
৩২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন সামুয়েল লিনো। আঁতোয়ান গ্রিজমানের পাস থেকে গোল করেন লিনো। ২-০ গোলে এগিয়ে ম্যাচের প্রথমভাগ শেষ করে অ্যাথলেটিকো।
ম্যাচে ফিরতে দ্বিতীয়ার্ধের শুরু থেকে অ্যাথলেটিকোকে চাপে রাখে জার্মান ক্লাব বুরুশিয়া। কিন্তু গোলের দেখা পাচ্ছিলো না। অবশেষে ৮১ মিনিটে ব্যবধান কমান সেবাস্টিয়ান হলার। মধ্যমাঠ থেকে আসা বল ডান পায়ের জোরাল শটে গোল করেন হলার। ম্যাচের বাকী মিনিটে আর গোল করতে পারেনি কোন দল। ফলে ২-১ গোলে জয় পায় অ্যাথলেটিকো।
আগামী ১৭ এপ্রিল দ্বিতীয় লেগে বুরুশিয়ার মুখোমুখি হবে অ্যাথলেটিকো।
বাংলাদেশ সময়: ১৯:২৫:০১ ৪১ বার পঠিত