বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা মহাপরিচালকের শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারি » বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা মহাপরিচালকের শ্রদ্ধা
বুধবার, ১০ এপ্রিল ২০২৪



বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা মহাপরিচালকের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহা: হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডাব্লিউসি, পি এসসি।
আজ বুধবার দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শৃঙ্খল মুক্তির মহানায়কের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের অন্যান্য শহীদের এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহান সাদি, গোপালগঞ্জের যুগ্মপরিচালক মোহাম্মদ আবু জাফর ছিদ্দীক, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাহবুব আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আমিনুর রহমান উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে এনএসআই’র নতুন মহাপরিচালক বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ২২:৫১:৫২   ১৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৯
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সচিবালয়ে বেসরকারি পাস বাতিল, ঢুকতে পারবেন না সাংবাদিকরাও
বান্দরবানের লামায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য উপদেষ্টা



আর্কাইভ