বিএনপি ঈদ সামগ্রী বিতরণ করে না বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বুধবার (১০ এপ্রিল) বিকেল ৪টার দিকে জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অসহায়দের মাঝে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, বিএনপির নেতারা ইফতার পার্টি করেছে। কারণ তারা ইফতার পার্টি করতে চায়। কারণ এই ইফতার পার্টিতে দেদারসে খরচ করতে পারে। শুধু খরচ নয়, খাবারও নষ্ট করে। আওয়ামী লীগ এসব পছন্দ করে না। এজন্যই দেখবেন বিএনপির কেউ ঈদসামগ্রী বিতরণ করে না, আওয়ামী লীগ করে। কারণ আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন, বঙ্গবন্ধুর জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন।
এ সময় অন্যান্যের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র মো. হেলাল উদ্দিন, পাবলিক প্রসিকিউটর মাহবুবুল আলম খোকন, জেলা যুবলীগের সভাপতি শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক ফেরদৌস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১:৩৪:০০ ২৪ বার পঠিত