নৌপথে চাপ থাকলেও ভোগান্তি নেই : নৌপ্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » নৌপথে চাপ থাকলেও ভোগান্তি নেই : নৌপ্রতিমন্ত্রী
মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪



নৌপথে চাপ থাকলেও ভোগান্তি নেই : নৌপ্রতিমন্ত্রী

ঈদুল ফিতর উপলক্ষে ঈদ যাত্রায় নৌপথে চাপ থাকলেও ভোগান্তি নেই বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ভোগান্তি বলা যাবে না, চাপ বলা যেতে পারে। মজু চৌধুরীর ঘাটে আজকের চিত্রের কথা যদি বলি, সেখানে অতিরিক্ত চাপ ছিল, ভোগান্তি ছিল না। যাদের ভোগান্তির কথা বলছেন, তাদের জিজ্ঞাসা করলে বলবেন, এটিই ঈদের আনন্দ।

মঙ্গলবার (৯ এপ্রিল) সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঈদ যাত্রার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাব। কারণ ১৯৯৬ সালে তিনিই বহুমুখী সংযোগের কথা প্রথম বলেছিলেন। বাংলাদেশের তিনি এই বহুমুখী যোগাযোগব্যবস্থা চালু করেছেন।
আকাশপথ, রেলপথ ও সড়কপথেই দেখেন অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, সবচেয়ে বড় কথা, বাংলাদেশে মূল ভূখণ্ড থেকে দূরে ছিল দক্ষিণাঞ্চল। কিন্তু মূল ভূখণ্ডের সঙ্গে দক্ষিণাঞ্চলকে যুক্ত করেছে পদ্মা সেতু। একটি পদ্মা সেতু যোগাযোগ ব্যবস্থায় কী ধরনের শৃঙ্খলা আনতে পারে, সেটা আমরা দেখতে পাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৪:৫১:৫৩   ১৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আল্লাহর নবী হজরত ঈসা (আ.) সম্পর্কে কোরআনে যা উল্লেখ আছে
জাহাজে সাত খুনের ঘটনায় ইরফান গ্রেফতার
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস



আর্কাইভ