কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড পিরোজপুর, গাছচাপায় নিহত ১

প্রথম পাতা » ছবি গ্যালারি » কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড পিরোজপুর, গাছচাপায় নিহত ১
রবিবার, ৭ এপ্রিল ২০২৪



কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড পিরোজপুর, গাছচাপায় নিহত ১

পিরোজপুরে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে কয়েকশ বাড়িঘর। বিচ্ছিন্ন হয়ে গেছে জেলার বিদ্যুৎ সংযোগ। গাছপালা পড়ে বিভিন্ন এলাকার সঙ্গে সড়ক যোগাযোগও বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় প্রায় শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে।

রবিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জেলা প্রশাসক জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কালবৈশাখী ঝড়ে পিরোজপুরে একজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। বহু বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে বলে জানা গেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় প্রায় শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১২:৪২:৫৮   ৩৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা



আর্কাইভ